বালি চাপা দিয়ে ছারা গাছ
মেরে ফেলা যায়
তাই বলে কি জীবন?
বুক ভরা বাতাস খুবই শক্তিশালী
বারে বারেই ঠেলে তুলে দেয়
গভীর তলদেশ থেকে।
সে নিজেকে আড়াল করে
এক অজানা আশঙ্কায়।
এক ছোট্ট বুলবুলি
যুদ্ধ জয়ের নেশায় নিজেকে
পাষাণ করে নিতে চায়
তবুও
পাষাণ -এ চিড় ধরে
সব কিছু দূরে সরিয়ে
ভেসে ওঠে এক শ্বেত পদ্ম
আগুনে পুড়তে পুড়তেও
সে থাকে শুভ্র সমুজ্জ্বল ।