সময়ের ক্ষতচিহ্ন গলে
কতোখানি ভালো আছি জানেনা কেউ
কতোখানি বেভুল পথে হেঁটে পৌঁছলাম নদী তীরে
আর কেউ জানেও না কিছু


কতোখানি হতে পারলে ছোঁয়ে যেতে পারি
কতোখানি ঘৃণা ও বিরাগে সমস্ত হৃদয়জ ভালোবাসা
বিলিয়ে গিয়ে সুড়িখালে পেয়েছি পদ্মের ঢেউ
কতোখানি আঘাতে কুয়াশার শিশির ঝরে আশ্বিনের রাত বরাবর
আর কেউ জানেও না কিছু


কতোখানি কষ্ট পেলে অষ্ট প্রহর জুড়ে তার চিহ্ন
কতোখানি আঘাতে কুকিল পাড়ে কাকের বাসায় তার ডিম
জানেনা প্রেমিকা, জানেনা অন্য কোন নারী


আর কেউ জানেও না কিছু
আর জানেনা প্রেমিক ফেরেনা কোন সুঁতোর দেখা না পেলে



লহরী
০৩ অক্টোবর ১৮