তারপর সিদ্ধান্ত হয়ে গেলো আমরা নিলাদ্রী যাচ্ছি
আমরা প্রকৃতির সান্নিধ্যে ডুবতে যাবো
আমরা বাঁধনহারা সময়ে হারিয়ে যাবো
আকাশ আর বাতাসের মিতালিতে খাবি খাচ্ছি
আমাদের বাসনার সাথে সময়ের ঐক্যে ফাঁটল ধরাতে পারেনি তিতলী
আমাদের প্রাণোচ্ছল আনন্দে নির্জিবতা আনেনি সাধের বৃষ্টি
আমাদের ট্যুরের ধবল ডানা উড়ে গেছে লেগুনা আর সি এন জি চাকায় চাকায়


আমরা ভালোবেসেছি গান
আমরা মেতে উঠেছে প্রাণে


জীবনের পর্দায় সকল অবাস্তবতাকে এক নিমিষেই বাস্তবতা দিয়েছি
শাসনের আব্দারকে ফুটো করে ঢেলে দিয়েছি কয়েক কোটি মাইল বিশ্বাসের পেরেক
আমরা সময়ের সিঁড়ি বেয়ে এগিয়ে চলি স্বপ্নের বাস্তবায়নে
বাদ্যহীন স্তুতি বাক্যে নিবেদিত করে যাই আজকের প্রার্থনা আমার


আমরা ঘুরে ঘুরে উড়ে চলি
আমরা বৃষ্টি পাহাড় আর মেঘেদের সাথে কথা বলি


যাদুকাটা নদীর স্বচ্ছজলে মুখ ধুয়ে আমরা ঠান্ডা হই
বালুকণার অমৃত চিৎকারে আমরা বাঁধনহারা
ক্যামেরায় ক্লিকের পর ক্লিক, পোজের পর পোজ নিয়ে সপ্রাণ বেঁচে থেকে শ্বাস নিতে থাকি
আমরা নৌকা দিয়ে যাদুকাটা পাড়ি দিই একদল মানুষ
আমরা সমতল থেকে মুহুর্তে উঠে যাই ১৪০ ফুট উঁচুতে বারিক্কা টিলা
বেহুলার ভাসান ভেলা যে টিলায় এসে খেয়েছিলো ধাক্কা
ঠিক সে টিলার বরাবর আমরা দাঁড়িয়ে যাই
সম্মুখে উন্মাদ যাদুকাটা নদী, তার স্বচ্ছজল আর সুবজ পাহাড়


আমরা সংস্কার চাই নানা কিছুর
আমরা সংস্কার চেয়েছি জবাবের ও


আমরা সংস্কার চেয়েছি আমুল উচ্ছেদের, জবাব দেবার
সকলের উৎসাহি আনন্দের জবাব কতটুকু দিতে পারতাম একটি না বাচক সিদ্ধান্তে?
সুতরাং হ্যাঁ বলেছিলাম এবং আমরা এইমাত্র বারিক্কা টিলা পার হয়ে নিলাদ্রীর পথে গাড়িতে উঠেছি
অনেক কষ্টের পথ, সি এন জি অটো মাত্রই এসেছে
এর আগেরবার যখন এসেছিলাম তখন বাইক ছাড়া কোন যান ছিলো না
আজ দিব্যি সি এন জি করে নিলাদ্রীর পথে


আমরা এসে গেছি মাছিমপুরের সবুজ পাহাড়ের কোলে
আমাদের মন নেচে গেয়ে আনন্দে জেগে উঠে দোলে


এখানে ছবি তুলে সামনে নিলাদ্রীর বুকজোড়া স্পষ্ট আনন্দের সিরাপ
আমরা সবাই সে সিরাপ পান করবো বলে অধির আগ্রহে বসে আছি
নিলাদ্রী যেন চুনাপাথর খনি প্রকল্পের আণবিক ফুল
সে সৌরভে মুগ্ধ হতে হতে আমাদের ফেরা


সুনামগঞ্জ
১৪ অক্টোবর ১৮