তারপর দেখা হয়েছে বাংলামটর মোড়ে
দীর্ঘহাসির কলধ্বনিতে
মুখরিত কেন্দ্রের বারান্দাজুড়ে
আশ্বিনের মুখস্ত আর্তনাদ
এতোদিন পরে


লিটনের চায়ের দোকানে জেগে থাকা প্রহর
প্রিয় দাদার
আর ব্যাকুল বন্ধুত্বে চায়ের পেয়ালা চুমুই
উত্তরায় যে যাবে তার বিদায় বি আর টি সি আসা পর্যন্ত হাই তুলে বারবার


জ্যাম একটি মহাব্যাধি এই শহরে
লাগলে একেবারে আইকার মতো
আর ছুটতেই চায় না অথচ সে ছুটে গেলো
দেখা হবার প্রত্যাশার ঘোর কেটে গেলে দেখি
লিটনের চায়ের দোকানে হাতে রাখা কলা