যে কবি বন্ধুটি বলেছিল
"কবিদের বিশ্বাস করবেন না"
এখন মৃত।
আমরা তাকে মিউজিয়ামে রেখেছি,
ঝুলিয়ে দিয়েছি অবিকল যেমনটা
আমরা তাকে পেয়েছিলাম।
নাতবৌটি যাতে ভাল কোরে
দেখতে পায়
বারযাখে কবিরা কোন ভাষায় কথা
বলে,
পাশে শুয়ে দিয়েছি ঈশ্বর ও শয়তানের
আরো দুটো লাশ
কেননা মিউজিয়ামটি অনেক উচু ছিল,
এবং নাতবৌটি ছিল কবির প্রেমিকা।
যেহেতু মিউজিয়ামটি যথেষ্ট বড় ছিল
না,
এবং কবির প্রিয় রঙ ছিল নীল
আবৃতি শেষে আমরা পকেটে কোরে
এনেছিলাম প্রত্যেকটি কবিতা,
রেখেদিয়েছিলাম প্রিয় শার্টের
ভাঁজে,
নীল শার্ট পরা তোমাদের জন্য যারা
এখনো দ্বিধাগ্রস্ত আত্মহত্যা মহা পাপ
কিনা?
তোমরা বিসর্জনকে যারা পরাজয়
ভাবছো,
বের করো পছন্দের কবিতা
এবং আবৃত করো,
জেনে নাও বেঁচে থাকার মধ্যে
কোনো কৃতিত্ব নেই,
অথচ আত্মহত্যা হস্তমৈথুনের মতোই একটি
শিল্প
এবং একটি স্বপ্ন যা শুধু সৌখিন
মানুষরাই দ্যাখে।


তোমরা যারা সৌখিন মানুষ,
বিশ্বাস করো আত্মহত্যা অন্যায় কিছু নয়
এবং কোরতে চাও স্বাধীনতার
সর্বোত্তম ব্যাবহার?


আর যারা অবিশ্বাসী,
ভাবো আত্মহত্যা একটি কলঙ্ক,
তোমরা লোভি,
নয়তো ভীরু
অথবা তাদের আত্নীয়
প্রেকিকারা এখনো যাদের ছেড়ে
যায়নি।