আমি ভাগিরথি
শিমুদা ,তুমি আমায় লুকিয়ে রাখ ।
আমি অভাগা
শিমুদা ,তুমি আমায় সান্ত্বনা দিয়ে রাখ ।
আমি অনাথ
তুমি ছায়া হয়ে থাক ।
আমি নিস্ব্য-নিস্তব্ধ
শিমুদা আমায় তুমি আগলে রাখ ।


কেন ভাগিরথি আমি ?বলতে পারি ??
বলতে পারি ??এই অভাগার দু-চারটে কথা ?
ভাবাযায় ,অনাথ আজকে আমি !!
নিস্ব্য-নিস্তব্ধ থাকতে তো বেড়ে উঠিনি আমি !!!


আজ মানলাম ,মেনে নিলাম
স্বপ্ন দেখার অধিকার সবার নেই !
কিন্তু আমার স্বপ্ন ভাঙার অধিকার কে দিয়েছে ওদের ??
আমি জানতে চাই ।
জানতে পারিকি ,
আধো সেই অধিকারো কাছে কি আমার ??


১২ বছরের স্বপ্নের কথা বাদ দিলাম !
আমার মূল্য দিবে কিসে ??
আজ সেই আমিই ,মেডিকেলে ভর্তি !!


তবে একজন পেসেন্ট হিসেবে ।