কেহ বলে মোরে গন্ড মূর্খ
কবিতার মানে কি বুঝিস?
কেহ বলে “ব্যাটা চালিয়ে যা”
কবিতাতো তুই জোস লিখিস।
কেহ বলে প্রেমে ব্যর্থ হয়ে
তুলেছি কলম লিখতে তাই,
বলছে কেহ লভিতে নারী
প্রেমের কাব্য লিখে যাই।
কেহ ডাকে বস শ্রদ্ধার সাথে
আত্মহারা আমি হই,
কেহ দেয় গালি খারাপ ভাষায়
মুখ বুজে তার সবই সই।
বাবা বলে তুই পন্ড হয়েছিস
ভন্ডামিটা দে ছেড়ে,
বৈষয়িকটা মাথায় রেখে
বাদ বাকি সব ফেল ঝেড়ে।
মা বলে “বাছা” রাত করে ভোর
এমন করে কি লিখিস?
চোখের নীচে পড়েছে কালি
সেই খবরটা কি রাখিস?
প্রিয়া বলে হিয়া নিয়েছো কাড়িয়া
ফের নেবে কি আর কিছু?
টাল বাহানা করোনা যতই
ছাড়ছিনা তোমার পিছু!
অনেকেই বলে তোর অনেক বন্ধু
কয়জনের সাথে প্রেম করিস?
কেহ বলে ভাইয়া প্রেমের বিষয়ে
আমায় একটু সুযোগ দিস।
কেহ বলে ভাই আমার জন্য
একটা কবিতা দেন লিখে,
কেহ বলে তুমি জানোনা কিছুই
আমারটা পড়ে নাও শিখে।
কেহ বলে ওরে হতচ্ছাড়া
কবিতা দিয়ে কি বুঝাতে চাস?
কলম ফেলে কাস্তে নিয়ে
কাটনা গিয়ে ঘোড়ার ঘাস।
আমি বলি ভাই জানিনা কিছুই
শিখছি তোদের সাথে থেকে,
যা কিছু শিখি ভালো ও মন্দ
তাই আমি যাই লিখে।