আমাকে তুমি ভালোবাসতে
তোমাকে বাসতাম আমি,
হাসি গানে দিন কেটেই যেত
রাত্রিতে স্বপন চুমি।


এতোটুকু ফাঁক ছিলোনা কোথাও
তোমার আমার মাঝে,
আমায় হৃদয় পুষে রেখেছিলে
তোমার হৃদয়ের ভাঁজে।


আকাশে কোন মেঘ ছিলোনা
এলোনা কোন ঝড়,
তবুও হঠাৎ ভেঙ্গেই গেলো
স্বপনে বাঁধা ঘর।


একদিন তুমি আমার ছিলে
আমারই দুবাহু ধরে,
ক্রমে ক্রমে তুমি সরে গেলে
শত আলোকবর্ষ দূরে।


বুক হতে প্রেম কেড়ে নিয়ে
কাব্যে দিয়েছো ঠাই,
গল্পে কাব্যে প্রেমের জোয়ার
অন্য কোথাও নাই।


এখন দুজন দু'দিকেই থাকি
লেগেছে ভাঙ্গনের ঢেউ,
বেনোজলে সব ভেসেই গেলো
নেই কারো আর কেউ।


বুক ভরা প্রেম কোথায় গেলো
কোথা গেলো এতো টান,
উত্তর নেই একটারও কোন-
তবু, বুকে প্রশ্নের বান।


সত্যি তুমি ভালোবেসেছিলে
নাকি ছিলো সব খেলা?
এইটুক শুধু বলে যাও প্রিয়ে
শেষ বিদায়ের বেলা।