তুমি হৃদয়ের দ্বারে দিয়েছো তালা
দেবো না উঁকি আর,
আমি অনেক বুঝে বুঝিয়ে নিজেকে
হয়ে গেছি হুশিয়ার।


তুমি সম্মুখে কেবল উস্কানী দাও
মুখে মুখে ভালোবাসা,
আর অন্তরে শুধু ঘৃণা ভরে রাখো
বুকে বারুদ ঠাসা।


তুমি দূরেই বসে কাছে থাকো
দিনকে করো রাত,
এক নিমিষেই নাও ফিরিয়ে
বাড়িয়ে দেয়া হাত।


তুমি স্বপ্ন দেখাও স্বপ্নের ভেলায়
আবার ভাঙ্গো নিজে,
আমি ভাঙ্গা স্বপ্নে কবিতা লিখি
চোখের জলে ভিজে।