ভালোবাসা ছিলো দুজনার খুশি
দখিনা মলয় হাওয়া,
ভালোবাসা আজ তাশের ঘর
হঠাৎ ভেঙ্গে যাওয়া।


তোমার বুকে ভালোবাসা তবু
খেলেছে আগের মতো,
আমার বুকেতে বিরহী দহন
পুড়ে যায় অবিরত।


দুজনার চোখে একই স্বপন
পথ চলাও এক সাথে,
একই পথে চলে যাও তুমি
হাত রেখে অন্য হাতে।


স্বপন মোদের ছিলনা গোপন
ছিলনা প্রকাশ সীমা,
একদা আমি তোমার ছিলাম
অমানিশায় পূর্নিমা।


আজ পূর্নিমায় দেখি শুক্লপক্ষ
রোদ্দুরে মেঘের ছায়া,
অশান্ত মনে কাল বৈশাখী ঝড়
করছে আসা যাওয়া।


মেঘের কোলেতে রোদ্দুর হাসে
হাসো তুমিও খিল খিল,
আমার বুকেতে মেঘের ফাঁকে
মেঘ হাসে অনাবিল।


ঝড়ের গতিতে নেতিয়ে পড়লো
আমার মুখের হাসি,
মন মরা মুখ ভুলতে বসেছে
কারে কয় ভালোবাসি।