ডায়েরির পাতায় লেখা হয়েছিলো
সেই দিন গুলি
যেদিন তোমার হাত প্রথম ধরেছিলাম
যেদিন দুটি ঠোঁট এক হয়ে গিয়েছিলো সেদিনও,
শুধু কবিতা লেখা হয়নি।
কবিতা লেখবো লেখবো বলে ডায়েরির পাতা-
ভর্তি হয়ে গিয়েছিলো জমানো স্মৃতিতে।
সমুদ্রের পারে মেঠো পথের ধারে
হাঁটা হয়েছো কত সেগুলোও তুলে রেখেছি
ডায়েরির পাতায় পাতায়,
শুধু কবিতা লেখা হয়নি।
যেদিন দুজনে শপথ করেছিলাম
আকাশ জমিন গায়ে মাখার
সেই দিনটাও সাজিয়ে রাখা আছে
ডায়েরির ভাঁজে ভাঁজে,
শুধু কবিতা লেখা হয়নি।
কবিতা লেখবো লেখবো বলে
দুই জীবন আজ দুই প্রান্তে সরে গেছে।
আজ তবে কবিতা লিখতে বসেছি
কবিতা! একটা জীবনের বিনিময়ে।