প্রথমবার যখন তার সাথে দেখা হয়
ভারী স্বচ্ছ কাঁচের ওপাশে
ছলছল করা চোখের দিকে তাকিয়ে
যে সুখ পকেটে ভরেছিলাম
তার সবটাই খরচ হয়নি এখনো
কিছুটা রয়ে গেছে জমা আজো।


তীব্র মাত্রার বুকের কম্পন অগ্রাহ্য করে
কাঁপা কাঁপা হাত দুটো যখন প্রথমবার
তার নরম হাতের দিকে বাড়িয়েছিলো
তখনো আরো কিছু সুখ যোগ হয়েছিলো।
সুখের সমৃদ্ধ বাড়াড়ে আজোও উজ্জ্বল
সেই বাড়িয়ে দেয়া হাতের সুখগুলো।


দুটি অধর যদি এক হতে চায়
রোধিতে পারে কে?
অধরা অধর সহসাই ধরা দিলো,
ধরা দিলো আরো কিছু সুখ।
চকচক করা সেই সেই দামী সুখ
এখনো ঘষা মাজা করে রাখি রোজ।


নিলাজ চক্ষুদুটো স্থির হয়ে যায়
আবরণ হীন দেহে,
ও দেহের ভাঁজ হতে কুড়িয়ে নেয়া-
সুখ আর ফিরিয়ে দিইনি।
আরোও কিছু জমিয়ে রাখা সুখ-
পড়ে আছে হাতের মুঠোয়।
সব গুলো সুখ এবার বিক্রি করে দেবো,
এবার আমার একজন ক্রেতা চাই।