উষ্টা খাওয়ার আগে:
চাইনা কিছুই তোমায় ছাড়া
তোমার আছে জানা,
তোমায় পেলে ধন্য জীবন
হবে ষোল আনা।


এমন কথা বলতে প্রেমে-
উষ্টা খাওয়ার আগে,
ভোগে জীবন ধন্য নয় তো
ধন্য জীবন ত্যাগে।


উষ্টা খাওয়ার পরে:
তোমায় পেয়ে পাইনি কিছুই
দেউলিয়া হতে বাকি,
সোনার জীবন আঙ্গার হলো
দুঃখ কোথায় রাখি।


এমন কথা প্রায় শোনা যায়
উষ্টা খাওয়ার পরে,
তোমায় পেয়ে নষ্ট জীবন
স্পষ্ট কষ্টে মরে...