২১.
সিনে কা দাগ হ্যায় ও নালা কি লব তক না গ্যায়া
খাক কা রিযক হ্যায় ও কাতরা কি দরিয়া না হুয়া।


বুকের ভিতর যন্ত্রণারা
মুখের ভাষায় ফুটেনা,
জলের ফোটা মাটি খেলো
নদীর নাগাল পেলোনা!


২২.
জান দি দি হুয়ি উসি কি থি
হক তো য়ে হ্যায় কি হক আদা না হুয়া।


তোমার দেয়া প্রাণটাই আমি
তোমায় করি দান,
আসল কথা, তোমায় দেয়ার
নেইকো অবাদান!


২৩.
দিল হি তো হ্যায়, না সংগ ও খিস্ত
দর্দসে ভর না আয়ে কিউ,
রোয়েংগে হাম হাজার বার
কোই হামেঁ সাতায়ে কিউ?


ইট পাথর নয় মনটা আমার
ব্যাথায় কেন ভরবেনা?
কাঁদবো আমি সহস্রবার
কেন দেবে যন্ত্রণা?


২৪.
কিঁউ জ্বল গ্যায়া না তাবে রুখে য়ার দেখ কর
জ্বলতা হু আপনি তাকতে দিদার দেখ কর।


ছাই হলাম না কেন তোমার
রূপের আগুন মেখে,
এখন পুড়ে মরছি নিজের-
দৃষ্টি শক্তি দেখে!


২৫.
ঘর জাব বানা লিয়া তেরে দর পর কহে বাগ্যয়র
জানেগা আব ভি তু না মেরা ঘর কহে বাগ্যয়র।


তোমার দরজার সামনে
বানিয়েছি ঘর টানা,
এবারও কি বলবে তবে
জানো না ঠিকানা?


মূল: মির্জা আসাদুল্লাহ খান গালীব
ভাবানুবাদ: জবরুল আলম সুমন