তোমার জন্য তাজমহল,
অনন্য-সাচ্ছন্দ আমার
চেয়ে চেয়ে কেটে যায় দিন
কেটে যায় ভিক্ষাপাত্র নিয়ে।


সূর্য্যের কাছে ঊষ্মতা
আকশের কাছে বিশালতা
পৃথিবী, আমাকে আশ্রয় দাও
হিমালয় তুমি স্থিরতা।


দরিদ্র চাঁদ, যার দিন কাটে
       আলো চেয়ে সূর্য্যের কাছে,
              তারও কাছে চেয়েছি কবিতা !