আবার দেখা তোমার সাথে
আপরাহ্নের আলো এসে পড়লো যে সময় !


সকালের রোদে নরম আবেগ ঝাপসা স্বপ্ন
আশা নিশ্চয় খোলা অঙ্গন সবুজের খেলা
প্রথম আলোয় লুকিয়ে জানা
                   সঙ্কোচনের উন্মোচনে ।


দুপুর বেলায় লুকোচুরি নয়
তোমার সাথে প্রথম পরিচয়
         সব পোড়াবার দূর্বার আঙিনায়,
চোখ ছানাবড়া আগ্রাসী চাওয়া
                গোগ্রাসে গেলা নিশ্বেষ টুকু
সব পেয়েছির দেশে,
                 বাঁকি ভুলে থাকা যায় ।


বিকেলবেলা পদ-সরনের ভয়
                   নিশ্চিত তনয়            
তবুও পিছলে পড়া,
           আধ-ছানি চোখে স্বপ্নের ঘোর
ভরাডুবি হবে জেনেও না জানা,
             আবার দেখা তোমার সাথে
আপরাহ্নের আলো এসে পড়লো যে সময় !