সেদিন
বিদায়ের অনুমতি চেয়ে
            অপেক্ষা করে ছিলে
শত-অভিমান পাথরে দাবিয়ে
হয়তো শুনতে চেয়েছিলে,
......আমি তোমাকে ভালবাসি,
আলো-আঁধারের অনিশ্চিতে
যেও না চলে আমাকে ফেলে......!
আনমনে বলে ফেলি,
     ঠিক আছে, ভাল থেক তবে।


ক্ষন-মাত্র পরে চেয়ে দেখি
মূখ-খানা কালো মেঘে ছেয়ে,
সব আলো নিভে গেছে
বিশ্বাস আর আস্থা একসাথে।


আজ
কার্তিক-পূর্নিমার সন্ধ্যায়
            রাতের অভিমূখে চাঁদ
বিষন্ন    ম্লান    অভিমানী
নিম্নচাপের কলিমা ক্যানভাসে।    
চমকে উঠি, এ তো সেই ছবি !