বন্ধু তুমি আসবে বলে দিন-সারা আজ রোদ উঠেছে
মিঠা রোদে গা এলিয়ে বসে আছি সকাল থেকে,
হাজার বেতের আঘাত সয়ে সব ভুলেছে মূখ পোড়া মন
হাসছে দেখ পথটি চেয়ে আসবে তুমি যে পথ দিয়ে ।


বন্ধু তুমি আসবে বলে খোলা হাওয়া পাখনা মেলে
সেই হাওয়াতে বসে বসে রোদ পোহালাম আমি,
সারা গরম দহন সহে শরীরে কালচিটে
মনটা বন্ধু এখনো সেই তেমন আছে মিঠে ।


বন্ধু তুমি আসবে বলে শিউলি গাছে ফুল ফুটেছে
খোলা হাওয়ায় পেখম তুলে সুবাস ঘোরে-ফেরে
বর্ষায় বিরহ মন মেঘ দেখে ডরে
তোমায়  মনে পড়ে বন্ধু তোমায় পড়ে মনে ।