প্রথম কদম ফুল
             ~~~~
মনে পড়ে রুবি রায়
            কথা দিয়ে ঝেড়ে দায়
গোপন অভিসারে ব্যস্ত!
        আমার জীবন করে ত্রস্ত।


      ছিচকাঁদুনে
        ~~~~
বাঁহাতের কবজি ঘুরিয়ে বাঁচোখ মুছে
ডান চোখটা খুলে রেখে
ঘেনঘেনে সেই কান্নাকাটি!
দুষ্টমিতে বালখিল্য একটুও নেই
কেবল নালিশ।


ছিচকাঁদুনে অবোধ বালক,
বাবার কাছে কিসের নালিশ
বোঝেন বাবা চেনেন তোকে
সব অভিযোগ বেকার জানিস
তবুও তুই নাছোড় থাকিস।


নাকে কান্না সবাই জানে
তোর পাশে কেউ বসেনা
শিক্ষকদের মিস্কি হাসি
দেখেও তোর জ্ঞান ফেরে না!
খলবুদ্ধি কোথায় পেলি
ধরব মাছ জল ছোঁব না
বেজায় স্বভাব
          বে-বজায় নালিশ।


      ভূমিকম্প
      ~~~~
সমাজ নিয়ে সব অভিযোগ
পাল্টে ফেলার লম্বা ফিকির
মানুষ দেখে আশার আলো
তোমার সাথেই সন্ধি টিকির
সব পেয়েছির ঘরে বসেও
অভিযোগের লম্বা জিকির
নিজের কাছেই নিজের নালিশ!
মানুষের সব চোখ ধাঁধানো
দেখেছে যখন গোলকধাঁধা
হাত ফেরাবার উপায় বিহীন
ধন্য রাজা বোঝেন গহীন!
তার পরে তো ভূমিকম্প
ধ্বসে গেল রাজার প্রাচীর
ধ্বস নেমে যায় অন্তবিহীন।