কাল চুলের অন্তরালে কোথায় লুকিয়ে রাখ
দিনমণি দিবাকর দিনভর
এত প্রতাপ যার ছিল কদিন আগের গ্রীষ্ম দিনে
দিনাধিপাতি নিস্প্রভ তেজস্বী
প্রেমের এ কি মোহে করেছ আচ্ছন্ন
সবুজ আঁচল জড়িয়ে শরীর জুড়ে
রূপের বাহার এলোকেশী!


আষাড়ের গুরুভার বরুণ পরাস্ত আজ
যার ভয়ে কেঁপে ওঠে দিগন্ত
প্রেম জাদু তাকেও বিনত করে
নত মস্তকে খুলে রাখে স্বর্ণ শিরস্ত্রান
অশ্রুধারা বয়ে যায় তড়িত ভুজঙ্গ ভালে
কোন মোহে এতকিছু হতে পারে
জানতে পারিনা বলে
নত করি শির তোমার পদতলে
তোমার রূপের কাছে খুঁজে পাই
প্রেমের অবুঝ ভাষা
বিরহে ভলোবাসা একে বুঝি বলে!


শ্রাবণের ধারা বহে এ ভুবণ পারে
প্রেমের অবুঝ ধারা অনাবিল ঝরে
সময়ের ধার তুমিতো ধারোনা
বহে যায় নদী নালা
ধরা শুদ্ধ করে,
আকাশের মুখ ভার
তোমার অবুঝপনা দেখে দিনভরে|