বাক্ দেবী এসেছেন বলে, বলতে পারি হলপ করে
বসন্ত এসেছে ঘরে, উত্তরা গেছে চলে শ্বশুরের ঘরে।
অধম দখিন হাওয়া স্মৃতি ভুলে পড়ে আছে প্রবাসে
আমি আছি ব্যস্ত শহুরে মানুষের জুতো মোজা ধুতে।
অমোঘ নতুন সুরটান, অসুরের বেশে চলেছে জীবন
ঋতুচাকা বিস্বরণ, কখনো স্মরণ পথে চলে এ ভুবণ।
নেড়াগাছে বাতাসের কাজ নেই, অকারনে পাতা পড়ে
মাতাল হওয়ার আগে মহড়াটা চাই, তাই কিছু নড়ে।
ফুল সাজে সেজেছে প্রকৃতি, মানুষ মেতেছে হৃদ-বনে
জীবনের খেলাঘরে অবিরাম অবসাদ, অনল গহনে।