২১শে ফেব্রুয়ারী, বলব-শুনব বাংলাই
আজ তোমাকে দুচোখ ভরে দেখতে চাই
কথায় তোমার অনুভূতি টুকু পেতে চাই
আজ তোমাকে দু-কান ভরে শুনতে চাই
বলায় তোমার সুমধুর কথা বুনতে চাই
আজ তোমাকে হৃদয়ের কাছে পেতে চাই
অনুভবে যেন সেই সুর টুকু শুনতে পাই
হৃদয়ের কাছে তুমি যে আছ্ বড় মধুর
হোক না তুমি আমার থেকে অনেক দূর
এখন আমরা চুপ করে শুধু বুঝতে চাই
আমাদের কথা আমরাই শুধু বলতে চাই|


২১শে ফেব্রুয়ারী, যদি থাকি কাছে-দূরে
নতুনের সাধ আজ থাক কিছু দূরে দূরে
তেতো বিস্বাদ থাক অগোচরে ঐ কিনারে
সব একসাথে আমরা গাইব মায়ের গান
সকালের রাগে আমরা ভাঙব মায়ের মান
দেশের উপর কারুর না থাক মান-অভিমান
বাংলাতে আজ গেয়ে যাব শুধু বাংলার গান|


২১শে ফেব্রুয়ারী, কথা-কাজে একদিন
এক ঝাক প্রজাপতি ঐ উড়ে রঙ্গিন
পাখনা মেলার ভাবনাটাই হোক অধীন
পাখিরা ঐ আকাশের গায়ে কত স্বাধীন
বাংলায় কেন আমরা হবনা এক অ-ভিন
গাছের পাতায় উজ্জ্বল রোদ হাসে আলো
আমরা কেবল শুধুই থাকব এলো-থেলো?