সবে শীত গেল,
বসন্ত এসে বললো এসো হাত ধরো
পাতা ঝরে যাক  ঝরে যাওয়া ভাল
কিছু হারানো চাই তবে পাবে নতুনের আলো
ফুল দেখো
পাপড়ি খোলা দেখ
রঙ চিনতে পার? কত রঙিন! প্রজাপতি দিন
মৌমাছির গান শোন বুক ভরে সুখ নাও
মধু থাক যে পাবে সে খাক
জ্যোস্নায় স্নান করো, অস্নাত থেক না
সাদা শান্তি মাখা আলোর ঝরনায় ডুবে যাও
নদীর ধারে দাঁড়িয়ে দুহাত তুলে নিজেকে খুলে দেখ
এ পৃথিবীকে চিনতে পার?
অতীতকে ইতিহাস চিনলেই হবে, ধ্বস্ত পাতায়!


সি-জন এলো মনের মানুষ,
ইচ্ছা মতন বাছাই করো ঘরে আনো
এখন যেমন নারী বাছো চুলের বাহার নীল নয়নী...
পুরুষ বাছাই ছিল বাকি
নারীও এবার পুরুষ মানুষ বেছে নেবে
যে কোন দিন বসন্ত দিন ইচ্ছা হলেই কত রঙিন
পর্ণো-পরিক্রমায় মানস যাত্রা সুখের সুদিন;
হে বিজ্ঞান, তুমি ধরিত্রীকে জড়িয়ে ধরে
হিরোশিমাই বানিয়ে নেবে!