নৈঃশব্দ ছন্দ হারা শব্দ বাজির এই খামারে
কোন মতেই কাটছে না আর বিরাম বিহীন,
ব্যথার আসর লেগেই আছে আরাম কোথায়
সু-শব্দ খুঁজে কাটছে আমার বাঁজা সকাল  

দিন খানা যায় সংহার হয়ে শিকার হয়ে
ব্যস্ততাময় মুখপাতে স্বাদ মিষ্টি রসের, তার
পরে সব তেতোর আচার ছাড়ছে না আর
ফেলাও যেমন মন মানে না কি যে করি


সূর্য দেখ বুক দাপিয়ে সব হাসিয়ে উপর
দিকে চলছে তো আর থামে না, আকাশ
কখন আলোর মেলায় হারিয়ে গেছে দেখব
যে তা, সে মন আছে! দেখছি তো নিচ্


নিচেয় আছে খাদাড়, খেদিয়ে দেবে আরো
নিচে পড়তে পড়তে অসার হবো লোভের
পাপে পা ডুবিয়ে আরাম খাবো ভাবছি ভাল
তার পরে তার সুদের হিসাব, রক্ষাময়ী....


এইতো গেল দিনের হিসাব কারাগারের কবাট
ধরে ছবি তোলা ও প্রচার করা কীর্তি আমার
বিকালটা যায় দিনের চাপে পিষ্ট হয়ে চিঁড়ে
যেমন চেপ্টে থাকে, লেপ্টে গেল রাতের ফাঁকে  


রাতের কাছে আমি ঋণী শব্দের নেই আহামরি
কেমন যেন শান্তি মাখা মরণ শুধু ঘুমের দেশে
আরাম খানা যার কাছে ত্যাগ সমর্পনের আস্থা
রাখা চির বিরাম এই ধরার ধারা মিশে আছে|