জীবনের রীতি আর নিয়ম
শিখতেই একটা জীবন
সহজেই যে কথা বলা যায়
তাই নিয়ে কত অঘটন


হাসতে শেখা মায়ের কাছে
বলতে শেখায় মা
হাঁটতে শেখা দু হাত ধরে
কাঁদতে শেখায় না


পড়তে গিয়েই হাতে খড়ি
স্লেট ধরেই লেখা
এখন দেখি লেটার নিয়ে
খেলতে গিয়ে শেখা

পড়ার সাথে সহজ পাঠে
স্বাস্থ্য অবশ্যই,
এখন দেখি স্বাস্থ্যের পাঠ  
সিলেবাসে নেই


ধরতে শেখা জীবন খানা
কঠিন ছিল না
ধরার কাজটা এখন বড়
জীবন বড় না


স্বস্তির চেয়ে শান্তি ছিল
সকলের প্রত্যাশা
স্বস্তি এখন চাইতে গিয়ে
শান্তি ছাড়ে আশা |