নিদান খেলার মাঠে খবরটা কি হবে
বাংলাদেশ হারল অথবা জিতল ভারত
ক্রিকেট জিতল বা হারলও লেখা যায়
জেতা সাবলীল যদি হারাটাও লড়ে হয়|


পরিকল্পনা দিয়ে শক্তির প্রহার বলে না
দীর্ঘ চলার সাক্ষ্য রয়েছে অবলীলা সুরে
খেলার কুশল ছন্দে রেখেছে সমীহবিতান
শুধু খেলাটাই দেখা গেছে মাঠে, খেলাটা|


আমি দেখেছি অন্য খেলা আর এক মাঠে,  
বাংলা সেখানে অসহায় হয়ে বুক চিতিয়ে
নিজেকে করেছে নিঃস্ব, বহু ত্যাগে অর্জিত
আর দীর্ঘ পথের সঞ্চয়টুকু হারিয়ে ফেলেছে
নিজেরই ভাগ্য দোষে,  
নিজেই লড়েছে নিজের বিরোধে ফাঁকির খেলায়
তার পরিণামে জিতে গেছে ওরা
সূক্ষ্ম হিসাবে আগে-ভাগে সাজিয়ে রেখে ঘুঁটি|


একটা জাতির মরণ চেখেও নিজেরাই লড়ে যায়
দুর্ভাগ্য তার মায়ের, না হলে এমন সন্তান চায়!


এখনো ডঙ্কা বাজে মুখের খাদে, বাচ্য সুখে
পান চিবানো বিলাসিতা শুধু জাতির কাঁটায়|


তবে, যদি ভুল হয়ে যায়
এই খেলা থেকে শিখে নেওয়া যায়
                  লক্ষ্য কিভাবে তয়|