কথার প্যাচে জগত বেচে
খই ফোটে সেই অহংকারে
কান মলেছি নাক ও ঘসে
আহামরি আর নতুন নারে।


ভুল গুলো সব কথা বলে
হাপিত্যেশ ও করতে পারে,
ভিতরে একটা ব্যথা চলে
যাকে ইচ্ছা জড়িয়ে ধরে।


ভুলে ভরা সময় যখন
এদিক ওদিক উুঁকি মারে
অনাবৃষ্টির ঝাপট তখন
দুঃখ গুলো ধুয়ে মোছে।


নদীর ইচ্ছা সাগর থেকেও,
সাগরের দিকে আলিঙ্গনে;
হিসাব আমার গড়বড়িয়েও
সেদিকে যায় প্রানের টানে।


বৃষ্টি বাদল ছোপ ফেলেছে
নবকুমার আর এলো না,
শ্রীনিকেতনে বাঁচার ধাঁচে
বোধ বুদ্ধি আর খোলে না।


এখন শুধইু জিভ কাটি
আর নগ্ন ছবি উল্টে রাখি
ধার ধারি না সোজা কথার
কথার কথাই বলতে থাকি।


বাঁচার কথায় বেঁচে থাকি
ধাঁচার আয়ু সময় জানে
দিনের আলো লুকিয়ে রাখি
অন্ধকার ঐ ঘরের কোনে।