সদ্য ফোটা ফুলটার হাসিতে এত আলো!
পাপড়ি খুলেছে অকৃপণ শিল্পীর হাতে
মুক্তো ঝরানো কথায় বললো,
পৃথিবীটা তত খারাপ না, যতটা শুনলাম।


আমি সচকিত, ভীত আরও বেশি।


তার ছুরির মতো হাসি, কাটা কাটা কথা
আমার বুকে বাজলো ঝন ঝন করে
মনে পড়ে গেল, আমিও সদ্য ফুটেছিলাম।


কয়েকটা পাপড়ি কীটের বিষে
কয়েকটা ঝড়ের বিতণ্ডায়, বৃষ্টির অবিশ্রামে
আর সূর্য-দহনে বিনষ্ট;কানি আমি
দেবতার নেই দায় তাঁর পায়ে রাখে
পুরোহিতের আঙ্গুল ছুঁয়ে নয়ানজুলি গতি।