হাত ধরো এসে.....
একথা বলিনি বলে নিয়ম ভেঙেছি তাই
চাঁপা তার সুগন্ধ ছড়াতে পারেনি বলে
উদাসী হাওয়া আনমনা শীতের সকালে;
তবু থেমে নেই শেষ প্রহরে পালাগান
আবারও এসেছে অলি, কূল বয়ে গেছে
ধারাপাত গেয়ে গেছে জীবনের গতি
তাইতো তোমার হাতটাই ধরে আছি।


হাত ধরো এসে.....
একথা শুনিনি বলে অভিমান ছিল তাকি
এখনো রেখেছ মনের অতল গহন কোনে
হেমন্তের জড়তা ভরে;
তোমার হাত জড়িয়ে রেখেছে জীবন
মান অভিমানে সাজিয়ে নিও ভূবন
তবে আমার হাতটা ধরে রাখা হবে।