তুমি বোধায় ভুলেই গেছ
আমার ঠিকানা,
এদিক দিয়ে যাওয়ার কথা
ডানায় চড়ে স্বপ্নালোকে
হৃদয় খানা মেলে রেখে
সকাল সন্ধ্যা খোলা খাতায়,
এই ধূঁয়াশা আর কুয়াশায়
আমার সময় তোমার সময়  
বড় বেশি আঁটো-স্যাটো নয়;
এসব কথা বলব কাকে
তোমায় ছাড়া!


শোনার মতো কেউ কি আছে!
ব্যাস্ত সবাই ব্যাস্ত সময়
ঘোড় দৌড় আর দিশাহীন চাওয়া,
অহমিকার হাত পাখাতে
হওয়া খাবার যোগাড় খোঁজা;
অমানিশার রাত বেড়ে যায়
আশায় সময় বৃথাই কাটে।


ক্ষুদ্র কেবল ভালবাসা
গুটিয়ে পাখনা লুটিয়ে স্বপ্ন
দরিদ্র সে একলা থাকে
অন্ধকারের ভয়ে সিঁটিয়ে
কখন কোথায় ভুল হয়ে যায়
শব্দাবলী কেচ্ছা ছড়ায়
গন্ধ ছড়ায়!
তাইতো তুমি আসবে বলে
অপেক্ষাটাও দীর্ঘতা পায়,
অবুঝ সময় হাল ছাড়ে না
সু-গন্ধে দিক ভরিয়ে রাখে।
    ~(*)~