শব্দ ছুড়ে আর মেরো না
বড়ই লাগে বুকের বাঁয়ে
শব্দের আঘাত আর করো না,
নৈঃশব্দ বরং ভালো
দুঃসহ সেই নিরব আঘাত
নিরবতার সাক্ষী থাকে  
সময় শেষে ছিন্ন হলে নিরবতা...
যদি বুলেট দিয়ে আঘাত করো
মৃত্যু এসে আলিঙ্গনে সখ্য বাড়ায়
তীরের আঘাত বরং ভালো
আধা স্বপ্ন জাগরণে মৃত্যু আসে,
শব্দ দিয়ে আর মেরো না
বুকে আমার বড়ই বাজে
ভীষন হয়ে বজ্র হয়ে বুকের মাঝে।


মনের ভুলে হারিয়ে রাস্তা
পৌঁছে গেলে তোমার কাছে
হোকনা সে ভুল অনেক বড়,
শব্দ দিয়ে মেরোনা আমায়
শব্দ রেখো আলতো করে
অতিথি যেমন ঘরে এলে
বিদায় বেলা দ্বারের পারে
এগিয়ে এসে দাও যে বিদায়
আগলে রাখার চেষ্টা তবু
আর একটু ক্ষণ আর একটু ক্ষণ...
ছাড়তে পারার অক্ষমতায়
হোক না তা সে কৃত্তিমতায়।


উপহারের ডালি দিও
নানা রঙের নানা কথায়
ভালবাসার আভূষণে,
যত্ন করে দুহাত ভরে গুছিয়ে নেব
রাখব তুলে হৃদয়পুরে।