গত বছরেও ছিল আশ্বাস-
এমন আকাশের তলে দাঁড়াব
নীল শামিয়ানা দিয়ে স্বপ্ন থাকবে ঢাকা
ধ্রুবতারা পথ দেখাবে
নক্ষত্ররা হাসবে আর খুশি হয়ে দেখবে
এক মেঘ আস্থাবলয়ে তাঁদের উত্তরপুরুষ
বলছে পৃথিবীতে আমরা মানুষ।
বছরটি হলো শেষ-
আকাশে কালো মেঘের সমাবেশ
আচমকা বৃষ্টির অবিশ্বাস
নাভিশ্বাস!


আবারও যাত্রা হলো শুরু
বুকের ভিতরে দুরু দুরু
মেঘ করে গুরু গুরু
খেতে হতে পারে....... নাড়ু।