প্রথম সকালে হাসি ভরা মুখে
উজ্জ্বল আলো সূর্যের উঁকি জানালায়
উঠতেই হলো সরিয়ে আলস্য
পাখিদের কিচিমিচি আর হুটপাটে,
সকাল এলো শৈশব প্রাতে
মায়ের কোলে মুখ লুকাবার সুখ রে!
দরজা খুলি দখিনের
শীতল বাতাস জুড়ায় শরীর
ফাগুনের সুরে পৃথিবীর তান বায় যে,
শিশু হরিণ শ্রান্তির পরে
সুখ খোঁজে ঝোপে মুখ লুকিয়ে,
চায়ের কাপেও সুখের ধোঁয়া ছায় যে।


উল্লাসী সুখে মন ভরা জয়
অনেক পাওয়ার খুশীতে;
বুঝলাম শেষে এত জয় কিসে
বদ্বীপেই আছি পড়ে যে
ধরণীর থেকে বাইরে,
কাল থেকে টিভি কোমায় পড়েছে
ব্রেকিং নিউজ অফ যে!
সাত সকালে মুখ লুকাবার সুখ রে।
        ~*~