নারী অনেক শব্দ অনেক আগলে রাখি মা
মায়ের মূর্তি দেহের হলেও বি-দেহী সেই মা,
দশটি হাতের ছোঁয়া থাকে সংসারেরই কাজে
সন্তানকে আগলে রাখে দশটি হাতের ভাঁজে,
তাঁর রক্তে গড়া সৌধ খানা যেমন-তেমন না
স্নেহ-আদর-সোহাগ আলোয় নেইযে তুলনা।


মেয়ের রঙটা চাপা আর খোকার নাকটা খেঁদা?
কৃপন তোদের ভালোবাসা দেখার চোখও বেঁকা,
বীরপুরুষের মাকে চেনো? নেই ক্ষুদ্র কপটতা
হাজার গাঁথায় লেখা আছে ইতিহাসের পাতা।


লাল-পেড়ে সাদা শাড়ী সে যে মমতাময়ী নারী
কপালে লাল সিঁদূরের টিপ আলতা পরা পরী,
মায়ের আকাশ আমার চারণ নীলাঞ্জনার কোল
আমার মায়ের বাংলা ভাষা আমার প্রথম বোল,
মায়ের হাতের পুলি-পিঠে পৌষ মাসের শীতে
বৃষ্টি হলেই খিঁচুড়ি আর ইলিশ ভাজার স্বাদে।


শমন যখন সামনে আসে, সব কিছু যে দূর্বিপাকে
বীর পুরুষের সাধ্য কি, ধরে রাখে নিজের মাকে?
আমার মায়ের মুখের হাঁসি এই দেশেরই মাঝে
আকাশ বাতাস পাহাড় নদী সব কিছুতেই পাবে,
সবুজ ঘাসে  লতায় গাছে,  তাঁরই রূপের গান
আঁচলে আদর বিছিয়ে রাখা চতুর্দিকেই প্রান।