আলো আঁধারের খেলা
জহিরুল ইসলাম


কালো মেঘে আচ্ছন্ন আকাশ
তর্জন গর্জন কতক্ষণ,
আঁধার পরে আসবে  আলো
প্রভু  ফিরে চায় যখন।


পৃথিবী যেন  এক খেলাঘর
পর হয়ে যায় আপন,
একি অদ্ভুত মায়ার বন্ধন
যায় না কভু মাপন।

আপন গতিতে চালাও তরী
নাকো করো ভয়,
মহান করুণাময় সৃষ্টিকর্তার
সে-তো পাশে রয়।


স্রষ্টা যিনি করুণা তাহার
তিনি নিরাকার সর্বজ্ঞানী,
তাঁর দয়াতে  ধরা ধামে
বিপদ মুক্ত মোরা জানি।


বিপদ কালে স্বজন সকল
যতো করে হেলা,
জীবন টা তো জগত মাঝে
ভাংগা গড়া খেলা।


২৫ শে মে ২০২৩ খ্রিঃ
সুনামগঞ্জ  সদর বাংলাদেশ।