আয়রে খোকা
জহিরুল ইসলাস


আয়রে খোকা আয়রে মানিক
আয়রে বাবার কাছে,
তুমি ছাড়া     এই  দুনিয়ায়
আপন কে-বা আছে।


আয়রে খোকা আয়রে মানিক
বলি কিছু কথা,
দূরে গেলে বুকের মাঝে
জাগে তীব্র ব্যথা।


ধীরে ধীরে  হচ্ছে খোকা
আকাশসম বড়ো,
শিক্ষা  দীক্ষা  নিয়ে ভবে
জীবন টাকে গড়ো।


তুমি  আমার মানিক রতন
হীরার চেয়ে দামি,
কর্মগুণে ভুবন মাঝে
একদিন হবে নামি।


চলার পথে সদায় তুমি
সত্য কথা বলো,
লিপ্সা মোহে ছেড়ে দিয়ে
ধর্মলয়ে চলো।


মানুষ হয়ে  মানুষ গড়ো
লোকে বলবে ভালো,
বিশ্বজুড়ে ছড়ায় তুমি
জ্ঞান প্রদীপের আলো।


অখিলখণ্ডে মানুষ  হবে
এইটাই আমার আশা,
তুমি আমার মানিক রতন
তুমি ভালোবাসা।


৯ই মে ২০২৩ খ্রীঃ
সুনামগঞ্জ সদর বাংলাদেশ।।