ভাবনা
জহিরুল ইসলাম


ভাবনা তুমি ভাবছো যখন
কল্পনাতে রাখছো কেনো?  
ভাবলে যদি ছন্দ মিলে
লিখতে তোমার দোষটা কি?


তোমার ভাবনা তুমি করো
সঙ্গে সঙ্গে লিখতে পারো,
ছন্দ মিলে কাব্য হলে—
ভাবতে তোমার কিসের ভয়?


সকল মানুষ ভাবনা করে
ভাব করিলে প্রেমে পড়ে,
তোমার ভাবনা তুমি করো
ভাব করিলে দোষের কি!


ভাবছ তুমি ভাবছি আমি
স্রষ্টা'প্রেমে মগ্ন থাকি,
তোমার ভাবনা তুমি করো
আমার মতো আমি আছি।


১৭ মে ২০২৩ খ্রীঃ
সুনামগঞ্জ সদর বাংলাদেশ