"মানবতা"
মো জহিরুল ইসলাম


মুখে মুখে সেবক সাজে,
মানবতা আজ নাই সমাজে।
সুখের সময় সবাই পাশে,
দুঃখের গল্পে ক’জনই থাকে।


ভাষনের সুরে আপন সাজে,
অন্তরে জিলাপির প্যাচ পুষে রাখে।
ক্ষণে ক্ষণে লুন্ঠিত উদারচিত্ত, সততা বঞ্চিত!
স্বার্থের সময় কাছে আসে,
মানবতা আজ অচিন দেশে।


মানব তার নিজস্ব ধান্দায় ব্যস্ততা বেশি,
সুযোগ বুঝে গর্তে ফেলে দিলে খুশি।


বিপদে কেউ থাকেনা কারও পাশে,
সময়ও খুব একটা নেই মানুষের কাছে,
সত্যিই কি মানব যন্ত্র হয়েছে?


রচনাকাল -০৬-০৪-২০২৩