আঁধারের মাঝে হঠাৎ দেখি আলো . . .
স্বর্গের এক পরী!
হাতটি আমার টেনে ধরে বললো –
I AM VERY SORRY!


অবাক হয়ে হতবাক আমি,
কোন ভুলের কারণে, কেন, স্বর্গ-পরীর এই আহাজারি?
স্বর্গ-কে নয়তো এসেছে ছাড়ি?
আর তা না হলে, হাত টেনে আমায় SORRY
বললো কেন স্বর্গ দুয়ারের পরী?


আমার ভাবুক ও ফ্যাকাসে মুখ দেখে –
পরীর চেহারায় যেন লাগলো জুড়ে
অবিরাম হাসির ছড়াছড়ি!


অনেক সময় বাদে, থামলো
পরীর মুখের হাসি;
আমার চোখে উৎসুক হয়ে তাকিয়ে বললো –
ইংরেজী শিখেছি নতুন,
তাই . . . তোমাকে এসে বললাম,
আর তাতেই, তোমার এতো বাহাদুরী!


তারপর. . . .
আবার হাসির ছড়াছড়ি!!