পাখিগুলো এই ভোরবেলাতেই যেন –
নিজেরা নিজেদের মতামত আদান প্রদান করছে।
আমারও তাই মনে পরে গেলো,  সেই হারানো অনুভূতি,
যা দিয়েছিলে তুমি নিজেকে উজার করে, নির্দ্বিধায়
প্রকৃত ভালোবাসার উপহার, কল্পনায় অনুভূতির ছায়ায়।।


আযান পেরুলেই ডাকতে তুমি কাছে
আমায় আদুরে কণ্ঠে, রোমাঞ্চিত আবেশে,
চাইতে স্পর্শ, অনুভবে যা রোমহর্ষ;
মনে হতো, যেন এটাই সুখ,
মায়ার এক বাঁধন –
যেখানে ছিলো সব রাগ-অভিমানের অবসান অটুট।।


দুপুর বেলা, তপ্ত রোদে ______
তোমার বাড়ির আনাচে কানাচে, গাছের আড়ালে, পুকুর পাঁড়ে
খুঁজেছ আমার ছায়া হন্যে হয়ে, একটু আমায় অনুভব করতে।।


বিছানায় শুয়ে, থাকতে যতক্ষন চেতনায়
আমার স্পর্শ একটু চাইতে পেতে;
ভালোবাসা সবই পেলাম,
অনুভবের কিছু অশ্লীল বাক্য শোনাতে তোমায়,
শুনতে তুমিও, চাইতে শুনতে যখন।।


ঝড়েরই বেগে আক্রমণ তোমার,
সাইক্লোন হয়ে সময় করে জ্ঞ্যাপন।
লুকোচুরি তোমার, জ্ঞ্যান বেড়ে ক্ষুন্ন,
বাস্তবে তুমি টানতে চেয়েছ, আমার অনুভূতি যুক্ত সব কথার ছবি।
হাওয়ায় কুড়িয়ে পাই আমি তোমায়
তাই, হাওয়াতেই উড়িয়ে দিলাম।।