কষ্ট জমাতে জমাতে আজ
ভরে গেছে আমার কষ্ট বাক্স।
সদ্য নতুন পাওয়া ব্যথাগুলো
জড়ো সরো হয়ে করছে অপেক্ষা,
কখন যে একটু সুযোগ আসবে
করতে প্রবেশ আমার বাক্সে,
যখনই, একটু পেয়ে যাবে ফাঁকা।


কষ্টের লম্বা লাইন দেখে আজ
খুলে গেলো আমার মুখে, ম্লান হাসির ভাঁজ!
কষ্ট যেন পারছে না দিতে ব্যথা,
লাইনে দাঁড়িয়ে কষ্ট নিজেই, যাচ্ছে ভুলে
যা ছিলো, বয়ে এনেছে, ব্যথাযুক্ত সব কথা।


আমার মুখের হাসি দেখে,
কষ্টের নিজ মনে, আজ জমেছে কষ্ট।
আমার জন্য ব্যথা বয়ে বয়ে এনে,
লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই –
কষ্ট নিজেই যন্ত্রণা কাতরতায় অতিষ্ঠ;
ক্রমে ক্রমে অনেক কষ্টেরাই তখন ফিরে যেতে লাগলোঃ
যা ব্যথা এনেছিলো আমায় দেবে বলে,
তা আবার নিজেরাই নিজে নিয়ে চললো বয়ে।


কষ্ট নিজেই আজ দিতে গিয়ে ব্যথা, বয়ে বয়ে এনে,
নিজেই পেয়ে যাচ্ছে কষ্ট প্রতি ক্ষনে ক্ষনে।
এসেছিলো করে নিতে স্থান আমার কষ্ট বাক্সে;
কিন্তু, এসে পেলো না একটুও জায়গা,
ব্যথা আর রাখবে কোথায় অবশেষে??
কষ্টের ব্যথা, কষ্ট করে বয়ে,
তাই, কষ্ট নিয়েই মনে চললো ফিরে,
খুঁজতে... কোন নতুন এক কষ্ট বাক্সের সন্ধানে।।