স্বপ্নকে ‘তো আমি ঘুমিয়ে দেখিনা,
আমার স্বপ্ন’তো আমাকে ঘুমোতে দেয় না!


বাস্তবতার কাল্পনিক রূপ
কেউ যে বোঝে না,
কল্পনাকে বিশ্বাস করে
সবাই বলে,  -
কিছু আর বাকী নেই, হয়ে অজানা!


অবাক আমি!
শুনে শুনে, দেখে দেখে,
অবশেষে আমি নিজেই হয়ে গেছি
হারতে হারতে জয় পেয়ে, একরোখে!


কি করে মানুষ নিজে, না কিছু শুনে বুঝে
আপন ভুলে পর’কে নিয়ে থাকে মেতে,
কোন সে আনন্দে ও সুখে?


স্বপ্ন’কে যদি ঘুমের মাঝেই রাখি
তবে কেন অযথাই
স্বপ্নের জালে নিজেকে মাখি?
ধূসর পৃথিবীতে কেন’ই বা অফুরন্ত
স্বপ্ন পূরণের রঙিন সুখ আঁকি?


নিজেকে কি তবে দেয়া হচ্ছে না ফাঁকি?
কি লোভে তবে
অপূর্ণ স্বপ্ন, বিশ্লেষনে মাতি?
তবুও, কেউ না ভাবি?


আমি তাই আমার স্বপ্ন’কে আর
ঘুমিয়ে ঘুমিয়ে দেখি না!
আমার স্বপ্ন যে আমাকে
ঘুমোতেই দেয় না!!