জানি আমি করেছি ভুল;
ছুঁতে গিয়ে, তোমার কানের দুল।
কী করে বুঝাবো যে তোমায়,
আমার ছিলো না কোন কূল।


সারাদিন ভর ভাবলাম আমি বসে,
তবুও, পেলাম না খুঁজে, কোথায় মূল!
মেলেনি প্রশ্নের উত্তর, এরপরও –
স্বীকার করি তোমার কাছে,
পেতে ভুলের মাশুল।


জানালে তুমি প্রশ্নে আমার;
বুঝেছি আমি – তাতেই নাকি
হয়েছে ভুল উশুল!
কী হয়েছে লাভ, হয়ে ব্যাকুল,
স্পর্শ ‘ই তো করতে পারলাম না
তোমার কোমল চুল??