শুনতে কি পাও তুমি?
আমার এই গান,
তোমারই জন্যে,
গলার স্বরে, সুরে ও চ্ছন্দে।


এসেছি এই পৃথিবীতে
করতে বিচরণ, জয়ধ্বনি গাইতে,
তোমার নাম প্রভু,
জপতে এ ধরাতে।।


জানি আমি করেছি ভুল. . . .


আজ দেখো চেয়ে,
খুঁজি আমি
তোমায় হয়ে ব্যাকুল।


তোমারই তো গড়া মানব মোরা,
জীবন মরণ তোমারই হাতে;
কিসের যেন তাড়া?


শুনতে পাও তুমি বিধাতা,
জানি আমি জানি।
আছো যে তুমি মিশে আকাশে,
সেই প্রত্যাশিত দেশে –
শেষ যেখানে সীমান্ত, সমুদ্রের পানি।।