আমি আর কি করবো বলো??
আমার দোটানা জীবন আর
তার সঙ্গে, মানুষের কথা
রাখতে না পারার প্রবণতা!
ভুল বুঝে, দূরে সরে সরে,
সবাই চলে যাবে, শূন্য আমি,
কেউ বুঝতে চাইবে না যে,
আমি জন্ম থেকেই বেঁচে আছি,
সঙ্গী করে, একাকীত্ব ও শূণ্যতা।


ভুল ভেবে, অন্য কিছু মাথায় টেনে,
সবাই আমায় একা ফেলে যায় চলে।
কেউ চায় না বুঝতে নিজ দায়িত্বে -
ভালোবেসে, একটু হেসে, আমার ব্যর্থতার
অতি ছোট্ট ভুল গুলো, পাশে থেকে ঘুচতে।


আমি কেমন করেই বুঝাবো!
আমার অযুহাতে, নেই কোন আক্ষেপ,
শুধু আছে - আপন করার ইচ্ছা;
কেউ কোনদিন পাশে ছিলো না আমার,
তাই, নিজেই নিজেকে নিয়ে মেতে উঠি
সবসময়, আর ঘুমিয়ে যাই হারিয়ে।


ক্ষমা চাইছি মন থেকে সবার কাছে,
যাদের ডাকে ঘুম'কে ফেলে,
পারিনি নিতে সময়ে পদক্ষেপ!
তাই সবাই যেন, আমায় তদের মন থেকে
ছুঁড়ে অন্যত্র করছে নিক্ষেপ।।