কথা কেমন করে হবে কথা,
যদি তা না হয় বলা,
কাউকে না শোনাতে পারা?


বুঝিয়ে যে আমাকে
আজও অব্দি কেউ দেয়নি;
না বলায়, না শোনায় যে
মনের মাঝে তখন
চলে দো-টানা খেলা।


অভিমান-টাই
যে আমার কাছে হয়ে থাকবে
উপহার হয়ে;
খুব বেশী আশা করায়
পেয়ে যাবো আমি এর প্রতিকার,
সেই সাথে ভালোবাসার হয়ে যাবে তখন
“ সৎকার “।।