ভয়!!
যাকে আজ করতে পরাজয়,
রহস্যকেও অবহেলা করে, করি অভিনয়;
ভয়কে করেছি জয়,
লাভ নেই মেতে, নষ্ট করে সময়।


ভয়??
নিখোঁজ আজও –এর অভ্যুদয়,
কেউ করতে পারে না এর সমাধান বিক্রয়!
একবার যদি মনের ভেতর
প্রবেশরত হন “ভয়” মহোদয়,
নিজেই তখন নিজের গতি
নিজের সাহস যা হবে মনে সদয়
নিজেকেই আস্থা রূপে,
তখন করতে হবে সম্ভাবনা ক্রয়।।