আঁধারের মাঝে মেয়েটি আছে দাঁড়িয়ে,
পথের বাঁকে, একা একা,
কারও জন্য হয়তো করে চলেছে অপেক্ষা!


চোখ জোড়া তার যেন, মায়াবী রঙে আঁকা,
অপলক তাকিয়ে আমার পানে, জানিয়ে দিলো;
নাম তার – অনামিকা।


শূণতার মাঝে, রোজ সে হারিয়ে যায়,
পথ পেরিয়ে – দীর্ঘ ও আঁকাবাঁকা,
অন্ধকারের মাঝে খুঁজে ফিরে দেখে, চারপাশ তার ফাঁকা।


হৃদয়ে যেন তার,
অব্যক্ত শতো ব্যথা, জমাট বাঁধা;
মনের মাঝেই, কষ্ট নিয়ে, নিজেকে দিয়ে চলেছে ধোঁকা!!