মনের ভেতরে এক অজানা রহস্যঃ
ঘুরপাক করে চলে মাথার ভেতর।
শুধু একটাই প্রশ্ন;
মনুষ্যত্ব??


মানুষ হলে তো ঠিকই বুঝতাম
ভালোবাসার কি মানে!
মানুষ হলে তো ঠিকই জানতাম –
কেন এই চিৎকার অকারণে!
মানুষ হলে তো ঠিকই ভাবতাম
নিজের আনন্দ সযতনে!


মানুষ নই বলেঃ
অজান্তেই নিজেকে হারাই ভালোবাসার অতলে!
কষ্টের মাঝেও ঝাপ দেই
সমুদ্রের নোনা জলে!
লুকিয়ে ফেলতে, ঘুচাতে দুঃখ
গেয়ে যাই গান দলে দলে।।