এইতো আমি, ভালোই তো আছি বেশ!
নিজেকে নিয়ে একা একা –
দাঁড়ি রেখেছি, গোঁফ রেখেছি, রেখেছি লম্বা কেশ;
জানি না তবুও, কবে –এর হবে শেষ,
কবেই বা হবো আমি
সব ছেড়ে নিরুদ্দেশ!


কত স্বপ্ন ছিলো মনে,
ঘুরবো দেশ থেকে বিদেশ;
ব্যথায় ব্যথায় হারিয়েছি অনুভূতি,
তবুও মনে, জেগে ওঠে ভালোবাসার রেশ!
আর তাইতো শুধু নিজেকে করি পেশ,
দাঁড়িয়ে আঁধারে, অন্যের দ্বারে দ্বারে অবশেষ!


এইতো আছি আমি বেশ!
কারও জন্য যেন হয়ে আছি, সর্বহারা ও নিঃশেষ;
আবার, কারও জীবনে যেন –
আমিই সবচেয়ে মূল্যবান ও বিশেষ!


আমার জীবনে কেউ আসে না,
সত্যতা জেনে, মনে সবার ঘৃণার আবেশ;
মিথ্যা মায়া প্রয়োজনহীন আমার –
যদি ভালো থাকতে চাই. . .
তবে, আর কোনদিনও কারও মনে
করবো না আমি প্রবেশ।।